চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা কাজীরহাটের মাতৃকা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ৩ কার্টন নকল ঘিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত বিশেষ অভিযান পরিচালনা করে এসব নকল ঘিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- চট্টগ্রামের রাউজান থানার খৈয়াখালী এলাকার মৃত শাহ আলমের ছেলে মো. শাহ জাহান (৩০), রাঙ্গুনিয়ার পশ্চিম বেতাগি এলাকার মতিলাল দত্তের ছেলে বাবুল দত্ত (৫৮)।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির বলেন, বিএসপি ফুডের ‘কুকমি মনোরমা ভেজিটেবল ঘি’ এর লেভেল নকল করে নিম্মমানের ঘি বিক্রি করার অভিযোগে গতকাল রাত ৮টার দিকে থানায় মামলা দায়ের করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক বেলাল হোসেন।
অভিযোগ পেয়ে মোহরা কাজীরহাটের মাতৃকা এন্টারপ্রাইজে অভিযান চালায় টিম চান্দগাঁও। অভিযানে ৩ কার্টন নকল ঘি জব্দ করা হয় এবং নকল নিম্নমানের ঘি বিক্রি করার অপরাধে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনকে আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে জানালেন ওসি।
