কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে হোয়াইক্যং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বালুখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন
গ্রেপ্তার ব্যক্তি হলেন হোয়াইক্যং ইউনিয়নের তুলাতলী গ্রামের মৃত মো. আবুল কাসেমের ছেলে শেখ শহীদুল ইসলাম সবুজ (২৭)।
জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ শহীদুল ইসলাম সবুজের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


