চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব।
শনিবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এক অভিনন্দন বার্তায় চট্টগ্রাম প্রেস ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে চট্টগ্রাম প্রেস ক্লাব আরো সমৃদ্ধ হবে।
একইসঙ্গে পেশাগত মর্যাদা রক্ষা, সাংবাদিকদের অধিকার সংরক্ষণ এবং সদস্যদের কল্যাণে সংগঠনটি আগামীতেও আরও জোরালো ভূমিকা রাখতে সক্ষম হবে।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক আরও উল্লেখ করেন, চট্টগ্রাম প্রেস ক্লাব দেশের সাংবাদিক সমাজের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকতার নৈতিক মানদ- রক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।
নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সেই ধারাবাহিকতা আরও শক্তিশালী হবে বলে তাঁরা বিশ্বাস করেন।
জাতীয় প্রেস ক্লাব নেতৃদ্বয় চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সকল কর্মকর্তা ও সদস্যদের সর্বাঙ্গীণ উন্নতি, পেশাগত সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করেন।
