প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন মোহামেদ সালাহ। কয়েক ম্যাচ স্কোয়োডের বাইরে থাকার পর লিভারপুলের দলে ফিরে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল অবদানের নতুন রেকর্ড গড়লেন মিশরীয় তারকা।
ব্রাইটনের বিপক্ষে ২-০ গোলের জয়ে হুগো একিটিকের এক গোলের অ্যাসিস্ট করে এই কীর্তি স্পর্শ করেন সালাহ।
শুক্রবার কোচ আর্নে স্লটের সঙ্গে মতবিরোধ মিটিয়ে শনিবার অ্যানফিল্ডে বেঞ্চ থেকে শুরু করেন সালাহ।
ম্যাচের ২৬ মিনিটেই ইনজুরিতে পড়া জো গোমেজের বদলি হিসেবে নামেন তিনি।
গোমেজই ম্যাচের শুরুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, ইয়ানকুবা মিনতেহর ভুল ক্লিয়ারেন্সে বল পেয়ে দারুণ টাচ নিয়ে গোল করেন একিটিকে, যা চলতি মৌসুমের দ্রুততম গোলগুলোর একটি।
দ্বিতীয়ার্ধে কিছুটা চাপ বাড়ালেও শেষ পর্যন্ত লিভারপুলের আধিপত্য ভাঙতে পারেনি ব্রাইটন। ম্যাচের ৬০ মিনিটে সালাহর ইনসুইং কর্নার থেকে ফাঁকায় থাকা একিটিকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন।
এই ম্যাচে গোল বা অ্যাসিস্টের মাধ্যমে সালাহ লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে মোট ২৭৭টি গোল অবদান (১৮৮ গোল, ৮৯ অ্যাসিস্ট) করেন, যা এক ক্লাবের হয়ে সর্বোচ্চ।
এর আগে এই রেকর্ড ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ওয়েইন রুনির (২৭৬) দখলে।
উলভসকে হারাল আর্সেনাল
দুটি আত্মঘাতী গোলে উলভসের বিপক্ষে নাটকীয় ২-১ জয় তুলে নিয়েছে আর্সেনাল। প্রথমার্ধে কোনো শট অন টার্গেটে নিতে না পারলেও দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় শীর্ষে থাকা গানাররা।
৬৭ মিনিটে বুকায়ো সাকার কর্নার থেকে বল পোস্টে লেগে গোলকিপার স্যাম জনস্টোনের শরীরে লেগে জালে ঢুকে যায়। শেষ মুহূর্তে উলভস সমতা ফেরালেও যোগ করা সময়ে আবার সাকার ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন ইয়ারসন মোসকেরা।
এই জয়ে লিগ টেবিলের শীর্ষে পাঁচ পয়েন্টের লিড নিল আর্সেনাল, আর উলভস পড়ল টানা নবম হারের হতাশায়।
চেলসির জয়ে ফিরল স্বস্তি, এভারটনের হতাশা বাড়ল
স্ট্যামফোর্ড ব্রিজে এভারটনের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচের জয়হীন ধারা কাটাল চেলসি। ম্যাচের ২১ মিনিটে মালো গুস্তোর থ্রু বল থেকে গোল করে দলকে এগিয়ে নেন কোল পালমার।
বিরতির ঠিক আগে পেদ্রো নেতোর কাটব্যাক থেকে ব্যবধান দ্বিগুণ করেন গুস্তো।
দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয় এভারটন। ডেভিড ময়েসের দল আরো একবার চেলসির মাঠে জয়হীনই রইল।
প্রিমিয়ার লিগে স্ট্যামফোর্ড ব্রিজে টানা ৩১ ম্যাচে জয়হীন থাকার হতাশাজনক রেকর্ড বহাল থাকল এভারটনের।


