back to top

পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার দীর্ঘদিন পর ঢাকায়

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫ ০৬:১২

দীর্ঘ সময় পর ঢাকায় পা রাখলেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার

গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ঢাকা, অনেক দিন পর আসছি’—এমন বার্তা দিয়ে আগমন ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

সেই ঘোষণার পর শনিবার গভীর রাতে রাজধানীতে পৌঁছান ক্রিকেট ইতিহাসের অন্যতম গতিমান এই বোলার।

বাংলাদেশে শোয়েব আখতারের যাতায়াত নতুন নয়। তবে এবার তার ভূমিকা ভিন্ন। খেলোয়াড় হিসেবে নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব পালনের জন্যই তার এই সফর।

৫০ বছর বয়সী এই সাবেক পেসারের জন্য এটি ক্রিকেট-পরবর্তী জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

ঢাকা ক্যাপিটালস এক বিবৃতিতে জানিয়েছে, একটি শক্তিশালী, প্রতিযোগিতামূলক ও পেশাদার দল গড়তে শোয়েব আখতারের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ মাঠের ভেতর ও বাইরে দলের উন্নয়নে বড় অবদান রাখবে বলে মনে করছে ফ্র্যাঞ্চাইজিটি।

এই সফরে খুব বেশি দিন ঢাকায় অবস্থান করছেন না শোয়েব। জানা গেছে, আপাতত দুই দিনের জন্য এসেছেন তিনি, পরে আবার ঢাকায় ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, বিপিএলের দ্বাদশ আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর।

পাকিস্তানের জার্সিতে শোয়েব আখতার খেলেছেন ৪৬টি টেস্ট, ১৬৩টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির বল করার কৃতিত্ব অর্জন করে তিনি ক্রিকেট ইতিহাসে আলাদা অবস্থান তৈরি করেছেন।

২০১১ সালের বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শোয়েব আখতার।

বর্তমানে তিনি পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ক্রিকেট বিশ্লেষক হিসেবে নিয়মিত কাজ করছেন।