back to top

অক্সিজেনে ভোক্তার অভিযানে লাখ টাকা জরিমানা গুণল আল্লার দান বেকারি

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৩

অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ এবং উৎপাদনের অপরাধে চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় এলাকা আল্লার দান বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তররের উপ-পরিচালক ফয়েজ উল্যাহর নেতৃত্বে তদারকিমূলক এ অভিযানে নানা অপরাধে আরও ৫টি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন একই অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

অধিদপ্তররের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, অতি-অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ও উৎপাদন করায় আল্লার দান বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া মূল্য তালিকা না থাকায় আজগরের মাংসের দোকানে ১ হাজার টাকা, অনঅনুমোদিত ওষুধ বিক্রি করায় অক্সিজেন ফার্মেসিকে ৬ হাজার টাকা, অপরিষ্কার ও অপরিচ্ছন্নতার জন্য মদিনা হোটেলেকে ২ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং স্যাম্পল ওষুধ বিক্রি করায় মেসার্স আল মদীনা ফার্মেসিকে ২০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং নকল ওষুধ বিক্রির জন্য মেসার্স আল শিফা ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।