back to top

মিরসরাইয়ের ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৯:০৫

মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ইটের আঘাতে চাচা আবুল কালাম (৫০) নিহত হয়েছেন।

সোমবার দুপুর ২ টার দিকে জোরারগঞ্জের উত্তর সোনাপাহাড় এলাকায় ফজলের রহমান বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম ওই বাড়ির মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। ঘটনার পর থেকে নিহতের ভাতিজা মো. হেলাল হোসেন (৩০) পালাতক রয়েছেন।

স্থানীয়রা জনান, জায়গা সংক্রান্ত বিরোধে নিয়ে চাচার সাথে তর্কে জড়ায় ভাতিজা মো. হেলাল। তর্কের একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে মাথায় আঘাত করলে মৃত্যু হয় আবুল কালামের।

নিহতের মেয়ে সাবিনা ইয়াসমিন জানান, বেশ কিছুদিন তার চাচাতো ভাই হেলালের সাথছ জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। মঙ্গলবার জমি সংক্রান্ত পরিমাপের কথা ছিলো।

জমি পরিমাপের বিষয়ে উভয়ের কথাকাটাকাটির এক পর্যায়ে পিতাকে হত্যা করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাখি ভৌমিক জানান, আবুল কালাম নামের একজনকে বেলা ১১ টার দিকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। তার মাথায় ও মুখের প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছে। কয়েকটি মুখের দাত পড়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হোসেন জানান, ঘটনার পর থেকে মো. হেলাল পালাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের টিম কাজ করছে।

নিহতের পরিবার মামলা করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।