back to top

পেকুয়ায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৭:৩৩

কক্সবাজারের পেকুয়ায় পানিতে ডুবে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির নাম মোহাম্মদ আসমাইন। সে সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ আজিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আসমাইন দুপুরে বাড়ির আঙিনায় খেলা করছিল। কোনো এক সময় সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বেশকিছু সময় তাকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে।

এক পর্যায় শিশুটিকে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান এম. শাহনেওয়াজ আজাদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে পানিতে ডুবে মোহাম্মদ আসমাইন নামের ছোট এক শিশু মারা গেছে।