কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ছোট মহেশখালী বড়বিল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযানকালে অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত তিনটি মাটিবাহী ডাম্পার আটক করা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ১৫(১) ধারায় দায়ের করা একটি মামলায় সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে ভবিষ্যতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোথাও বালু বা মাটি না কাটার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন আনসার সদস্যসহ মহেশখালী থানার পুলিশের একটি দল।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, অনুমোদনহীনভাবে বালু উত্তোলন ও মাটি কাটা পরিবেশ ও জনস্বার্থের জন্য ক্ষতিকর।
এ বিষয়ে মহেশখালীবাসীকে সচেতন থাকতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


