back to top

হাদিকে গুলি: ফয়সালের স্ত্রীসহ তিনজন রিমান্ডে

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:৫২

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার শ্যালক ওয়াহিদ আহমেদ এবং অপর আসামি মারিয়া আক্তার লিমাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) হাদিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা, বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে স্বেচ্ছায় গুরুতর আঘাত এবং দুষ্কর্মে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে আহত শরিফ ওসমান হাদি অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করেন এবং এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগ বিরোধী বক্তব্য ও সমালোচনা করায় সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকির মুখে পড়েন।

বাদীর অভিযোগে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ থেকেই শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম শুরু করেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের নির্বাচনি প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

এতে তিনি মাথা ও ডান কানের নিচে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে মোটরসাইকেলে থাকা দুই সন্ত্রাসীর গুলির দৃশ্য পাওয়া গেছে।

এতে শরিফ ওসমান হাদির পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, আজ দুপুরে ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে সিঙ্গাপুরে।