চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ২৩০ পিস ইয়াবা এবং নগদ ৯ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।
ডিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে নাজিরপাড়া কালী বাড়ি রোডে মৃত নুর বক্সের বাড়ির একটি বসতঘরে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তর বিভাগ।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন—এমরান হোসেন রানা ওরফে মনা (৩২), মো. মারুফ হোসেন (২৩), মো. আজাদ (৩৫), আমজাদ হোসাইন (৩২), মো. জিশান (২৩), মো. সোহেল পারভেজ (২৬) এবং অয়ন শীল (২১)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
বিশেষ করে প্রধান আসামি এমরান হোসেন রানা ওরফে মনা পাঁচলাইশ এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী থানায় মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
ডিবি আরও জানায়, অভিযানে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় এজাহার দায়ের করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, নগরীতে মাদক ও ছিনতাই চক্রের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।


