back to top

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য যেভাবে সরাবেন

প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫ ০৬:০৭

গুগল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় আরও এক ধাপ এগিয়ে গেল। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ টুলকে আপডেট করেছে, যা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য যেমন ঠিকানা, ফোন নম্বর বা ইমেইল শনাক্ত করতে এবং সরানোর অনুরোধ জানাতে আরও সহজ করবে।

দ্য ভার্জ বলছে, গুগলের নতুন আপডেটের ফলে এখন ব্যবহারকারীরা সরাসরি সার্চ পেজ থেকেই অনুরোধ করতে পারবেন, যাতে তাঁদের সংবেদনশীল তথ্য সার্চ ফলাফলে না দেখানো হয়।

এ জন্য গুগলকে নাম, ফোন নম্বর, ঠিকানা ও ইমেইল তথ্য প্রদান করতে হবে। যদি এসব তথ্য ভবিষ্যতে সার্চ রেজাল্টে আসে, তাহলে গুগল তাৎক্ষণিকভাবে ব্যবহারকারীকে জানিয়ে দেবে, যাতে দ্রুত অপসারণের অনুরোধ করা যায়।

আগে শুধু গুগল অ্যাপ ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত ছিল, তবে এখন এটি আরও বিস্তৃত পরিসরে পাওয়া যাবে।

নতুন টুলের মাধ্যমে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি কপিরাইট লঙ্ঘন ও শিশু নির্যাতনের সংক্রান্ত তথ্যও মুছে ফেলার অনুরোধ করা যাবে।

এই ফিচার ব্যবহার করতে চাইলে গুগল সার্চের ফলাফলের পাশে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে ‘রিমুভ দিস রেজাল্টস’ অপশনটি নির্বাচন করতে হবে।

গুগল আশ্বাস দিয়েছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য অন্য কোনো পরিষেবার জন্য ব্যবহার করা হবে না।

বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ভারতসহ ১৪টি দেশে বসবাসকারী ব্যবহারকারীরা এই টুল ব্যবহার করতে পারবেন।

গুগলের এই উদ্যোগ অনলাইনে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।