back to top

চট্টগ্রামের চকবাজারে ভাঙারির দোকানে আগুন

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ০৭:৩১

চট্টগ্রাম নগরীর চকবাজারের তেলিপট্টি এলাকায় একটি ভবনের নিচতলার ভাঙারির দোকানসহ দুটি দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে তেলিপট্টি রোডে এ ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে মো. ইব্রাহিম জানান, সকালে চকবাজার এলাকায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১১টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে আবদুল মান্নানে একটি দ্বিতল ভবনের নিচতলায় একটি ভাঙারির দোকানসহ দুটি দোকানে আগুন লাগে। আগুনে ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল মান্নান জানান, তেলিপট্টিতে একতলা একটি ভবনের নিচতলায় ওই ভাঙারির দোকানে আগুন লাগে। এ ঘটনায় কেউ আহত হননি।

কীভাবে আগুন লেগেছে, ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।