back to top

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা হয়নি-তরুণী আটক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫ ০৮:৩০

খুলনায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় এখনো মামলা হয়নি।

তার পরিবারের কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। তবে এরইমধ্যে যে কক্ষে গুলির ঘটনা ঘটে সেই কক্ষটি ভাড়া নেওয়া ওই তরুণীকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটক করতে অভিযান চলছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, গুলিবিদ্ধ মোতালেবের পরিবারের কেউ এখনো থানায় অভিযোগ নিয়ে আসেনি। তবে পুলিশ তদন্ত চলমান রেখেছে।

জানা যায়, পুলিশ সোমবার রাতে নগরীর টুটপাড়া এলাকা থেকে আটক হওয়া যুবশক্তির নেত্রীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে। মোতালেব শিকদারকে গুলি করার সময় তিনি ওই বাড়িতেই অবস্থান করছিলেন।

এদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোতালেব শিকদারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে হাসপাতালে থেকেই তাকে চিকিৎসকের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিতে হবে।

পুলিশ জানায়, সোমবার দুপুর ১২টার দিকে খুলনার সোনাডাঙ্গা মোল্লাবাড়ি আল আকসা মসজিদ এলাকায় মোতালেব শিকদারকে গুলির ঘটনা ঘটে।

চিকিৎসকরা বলছেন, একটি গুলি তার মাথার বাঁপাশে লেগে বের হয়ে যায়। তাৎক্ষণিকভাবে তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে।