সাতকানিয়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন প্রজন্ম রাইজিং স্টার ক্লাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী বর্ণাঢ্য ক্রীড়া উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ১৮ ডিসেম্বর শুরু হয়ে ২০ ডিসেম্বর প্রজন্ম রাইজিং স্টার ক্লাবের অস্থায়ী মাঠে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসবের পর্দা নামে।
ক্রীড়া উৎসবে বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতায় স্থানীয় ক্রীড়াবিদ ও যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কফিল উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন রেয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লেইন বণিক সমিতির প্রচার সম্পাদক ছাদেক হোসেন, সাবেক প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক, প্রজন্ম রাইজিং স্টার ক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল আলিম, আলহাজ্ব মোঃ ইউনুছ, আলহাজ্ব মোঃ আমিনুর রহমান, মোঃ আনোয়ারুল হক, মোঃ ফেরদৌস সদাগরসহ ক্লাবের স্থায়ী সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রজন্ম রাইজিং স্টার ক্লাবের সহ-সভাপতি আবু হানিফ ছায়েমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ নং সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর ছফুর।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব আমিনুর রহমান, আনোয়ারুল হক, জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন আবিদ ও শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজন্ম রাইজিং স্টার ক্লাবের সভাপতি মামুনুর রশীদ (মামুন)।
স্বাগত বক্তব্য রাখেন খিতামুল্লাহ পাড়া সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে নগদ অর্থ ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও মাদকমুক্ত রাখতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


