back to top

কাতারে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর যুবক রিপন শরীফ

প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫ ১১:০৮

কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক রিপন শরীফ (৩৪) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির আল খোর নামক এলাকায় রাস্তা পার হতে গেলে ল্যান্ড ক্রুজার চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রিপন।

মৃত রিপনের গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী শরীফপাড়ায়। পিতার নাম মৃত আবদুল গফুর শরীফ। রিপন ২ ভাই ও ১ বোনের মধ্যে বড় বলে জানা গেছে।

কাতারে থাকা রিপনের দুলাভাই মো. সাইফুদ্দিন বলেন, রিপন বাসা থেকে নাস্তা করতে বের হয়েছিল। এ সময় সে রাস্তা পার হতে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে। তার মরদেহ স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রিপনের প্রতিবেশি মো. আরমান জানান, গত বছরের রমজান মাসে ফ্রি ভিসায় রিপন কাতার গিয়েছিলেন। সেখানে সে একটি কোম্পানিতে চাকরি করতো।