দীর্ঘ প্রায় দেড় যুগ পর নির্বাসিত জীবন শেষে প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকায় এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালি পায়ে হেঁটে দেশের মাটি স্পর্শ করেন বিএনপির এই মহান নেতা।
‘বিমানবন্দর এলাকায় খালি পায়ে হেঁটে তিনি দেশের মাটি ও সুগন্ধ গ্রহণ করেন, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।’
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন পর মাতৃভূমিতে ফিরে আবেগের বহিঃপ্রকাশ হিসেবেই তিনি খালি পায়ে হাঁটেন। এ সময় তিনি কয়েকবার মাটিতে হাত ছুঁয়ে নেন এবং নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।
বিমানবন্দর থেকে জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে (৩০০ ফিট) এলাকায় গণ সংবর্ধনার সমাবেশ স্থলে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় গণ সংবর্ধনার আয়োজন করেছে বিএনপি।
কুড়িল মোড়সংলগ্ন সড়কের উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে ৪৮ ফুট বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ।
এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান সরাসরি ঢাকার এভারকেয়ার হাসপাতালে যাবেন,মাকে দেখতে, তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিবেন।
তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
