back to top

কম্বোডিয়ায় ঢুকে বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিলেন থাই সেনারা

প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৫ ১০:১৪

কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় ঢুকে হিন্দু দেবতা বিষ্ণুর একটি মূর্তি ভেঙে ফেলেছে থাইল্যান্ডের সেনারা।

সোমবার এই ঘটনা ঘটে। ঘটনাটি সামনে আসতেই তীব্র নিন্দা জানিয়েছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ভারত।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার থাইল্যান্ডের সেনারা মূর্তিটি ভেঙে ফেলেন। যে এলাকায় মূর্তিটি স্থাপন করা ছিল, সেটি মূলত হিন্দু সম্প্রদায় অধ্যুষিত একটি এলাকা।

কম্বোডিয়ার প্রেহ ভিহের প্রদেশের মুখপাত্র লিম চানপানহা জানিয়েছেন, ভাঙচুর করা মূর্তিটি সম্পূর্ণভাবে কম্বোডিয়ার ভূখণ্ডের ভেতরে অবস্থিত।

এটি একটি বিষ্ণু মূর্তি, যা ২০১৪ সালে নির্মাণ করা হয়েছিল। মূর্তিটির অবস্থান থাইল্যান্ডের সীমান্ত থেকে প্রায় ৩২৮ ফুট ভেতরে।

ডিসেম্বরের শুরু থেকে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে নতুন করে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। এই সংঘর্ষে দুই দেশই একে অপরের বিরুদ্ধে ভারী অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি বলেন, বিষ্ণু মূর্তি ভাঙচুরের ঘটনা ‘অত্যন্ত অসম্মানজনক’। এটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের ধর্মীয় বিশ্বাসে আঘাত করে এবং এ ধরনের ঘটনা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। সূত্র: এনডিটিভি, এএফপি