back to top

ছেলে ফেরায় মায়ের বুকে নব প্রাণ

প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৯
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন ডেস্ক : প্রাণপ্রিয় পুত্র তারেক রহমান দেশে ফেরাায় মা বেগম খালেদা জিয়ার বুকে নতুন প্রাণের সঞ্চার এসেছে।নতুন স্বপ্ন নতুন শক্তিতে বলীয়ান হয়ে উঠেছেন তিনি।  
এক মাস ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ ১৭টি বছর প্রিয় পুত্র তারেক কাছে নেই। এ বেদনা এ দহন শুধু একজন মা-ই বুঝেন।
বিভিন্ন রাজনৈতিক জটিলতার কারণে মায়ের পাশে উপস্থিত থাকতে পারেননি তারেক রহমান। বহু চড়াই-উতরাই ও জটিলতা পেরিয়ে আজ তিনি বাংলার মাটিতে ফিরেছেন। আর দেশে ফিরে তিনি এখন মায়েরই কাছে।
পূর্বাচলের জনসমুদ্রে দেওয়া বক্তব্যে তারেক রহমান মায়ের প্রতি নিজের অপরিসীম ভালোবাসার কথাও প্রকাশ করেছেন।
তিনি বলেন, “আমার মন সারাক্ষণই আমার মায়ের বিছানার পাশে।” এই একটি বাক্যেই ধরা পড়ে একজন সন্তানের আবেগ, দীর্ঘ বিচ্ছেদের কষ্ট আর মায়ের প্রতি গভীর টান।
রাজনৈতিক উত্তাপের ভিড়ে এই মুহূর্তটি যেন একান্তই ব্যক্তিগত, মা ও ছেলের সম্পর্কের, দীর্ঘ অপেক্ষার আর স্পর্শের আশার গল্প।
দীর্ঘদিন ধরেই অসুস্থ বেগম জিয়া। দেশের রাজনীতির আলোচনায় যেমন তিনি সবসময় ছিলেন, তেমনি এখন আলোচনায় তার শারীরিক অবস্থাও।
রাজনীতির ব্যস্ততা, নির্বাসনের দীর্ঘ সময় এবং জীবনের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে আজ যখন তারেক রহমান দেশে ফিরেছেন, তখন মানুষের মনও গিয়ে ঠেকেছে এক আবেগঘেরা প্রশ্নে—মায়ের হাত ধরে কি এবার কিছুটা স্বস্তি মিলবে তার? সন্তানের উপস্থিতি, ছেলের স্পর্শে কি অচেতন মায়ের মনও ফিরে পাবে নতুন ভরসা?দীর্ঘ অনুপস্থিতির পর দেশে ফেরা, তারপর মায়ের শয্যার দিকে এগিয়ে যাওয়া—এ যেন রাজনীতির বাইরে আরেকটি গল্পের পুনর্মিলন।
মানুষের বিশ্বাস, দোয়া আর আশার জায়গায় তাই খুব স্বাভাবিক এক অনুভূতিই উঠে এসেছে; মায়ের সুস্থতা, সন্তানের হাত ধরে ফিরে পাওয়া নতুন শক্তি।জনতা তাই শুধু রাজনৈতিক নেতৃত্বের দিকে নয়, তাকিয়ে আছে এই পারিবারিক দৃশ্যের দিকেও।প্রশ্ন একটাই—ছেলের উপস্থিতি, মমতার উষ্ণতা আর মানুষের অগণিত প্রার্থনা কি নতুন করে শক্তি জোগাবে বেগম খালেদা জিয়ার মধ্যে ?

সময়ই দেবে সেই উত্তর। তবে এই মুহূর্ত, এই আবেগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিশ্চয়ই থেকে যাবে এক মানবিক স্মৃতি হয়ে।

ইউডি