back to top

জিয়া উদ্যান ও স্মৃতিসৌধে তারেক রহমান

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫ ০৯:২৭

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিয়া উদ্যান ও সাভার জাতীয় স্মৃতিসৌধে  শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ।তার আগমন উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজসদস্য মোতায়েন করা হয়েছে। প্রথমে তিনি জিয়া উদ্যানে বাবা প্রয়াত রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন । সেখান থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে জিয়া উদ্যান ও সাভার জাতীয় স্মৃতিসৌধ সহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে স্বদেশ প্রত্যাবর্তন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর অংশ নেন রাজধানীর ৩০০ ফিটে আয়োজিত জনসভায়। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা কে দেখে রাতে বাসায় ফেরেন বিএনপির এই নেতা।

ইউডি