চট্টগ্রাম সংবাদ প্রতিদিন ডেস্ক : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে গোয়ালিয়রে অনুষ্ঠিত একটি কনসার্ট ভেস্তে গেল দর্শকদের উন্মত্ত আচরণে । নিরাপত্তার কারণে সংগীত শিল্পী কৈলাস খেরকে মাঝপথে গান থামিয়ে কনসার্ট বন্ধ করে দিতে হয়।
ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে কৈলাস খের গান শুরু করতেই একদল দর্শক নিরাপত্তার ব্যারিকেড ভেঙে হঠাৎ মঞ্চের খুব কাছে চলে যান; নিরাপত্তারক্ষীদের বাধা উপেক্ষা করে মঞ্চ ঘিরে ফেলেন তারা। দর্শকদের এমন হুড়োহুড়িতে শিল্পী ও তার বাদ্যযন্ত্রের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে অনুষ্ঠানটি থেমে যায় হয়।
পরিস্থিতি বেগতিক দেখে গান থামিয়ে দর্শকদের শান্ত হওয়ার অনুরোধ করেন কৈলাস খের। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের উদ্দেশে তিনি কড়া বার্তা দিয়ে বলেন, ‘কেউ যদি আমাদের সামনে কিংবা বাদ্যযন্ত্রের কাছাকাছি আসার চেষ্টা করেন, তবে আমরা অবিলম্বে অনুষ্ঠান বন্ধ করে দেব। আমরা শ্রোতাদের সবসময় সম্মান করি, কিন্তু আপনারা জানোয়ারগিরি করছেন।’
এরপর এই শিল্পী উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বারবার অনুরোধ করেন। তবে জনতাকে শান্ত করা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত অনুষ্ঠানটি আর চালিয়ে যাননি এই শিল্পী।
ভিডিওতে আরও দেখা যায়, কৈলাস খের এবং তার দলের সদস্যরা নিরাপত্তার কথা ভেবে মঞ্চ থেকে নেমে যাচ্ছেন। প্রিয় শিল্পীর অনুষ্ঠানে দর্শকদের এমন অপেশাদার ও বিশৃঙ্খল আচরণের তীব্র নিন্দা জানাচ্ছেন নেটিজেনরা।
ইউডি


