নানামুখী সংকট পেছনে ফেলে সিলেটের মাটিতে শুরু হয়েছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর।
উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (২৬ ডিসেম্বর) মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস।
বিজ্ঞাপন
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শুরু হতে যাওয়া ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী।
আরও পড়ুন
এই ম্যাচে চট্টগ্রাম রয়্যালস একাদশে রয়েছেন নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, মাহফিজুল ইসলাম রবিন, তানভির ইসলাম, অধিনায়ক শেখ মেহেদী, আবু হায়দার রনি, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, মাসুদ গুরবাজ, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মির্জা তাহির বেগ।
অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেসের একাদশে নেতৃত্ব দিচ্ছেন সৈকত আলী। তার সঙ্গে খেলছেন মাজ সাদাকাত, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, হায়দার আলী, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, জহির খান, ইহসানউল্লাহ, হাসান মাহমুদ ও মেহেদী হাসান রানা।
বিপিএলের নতুন মৌসুমের শুরুতেই দুই দলের লড়াইয়ে জমে উঠবে সিলেটের গ্যালারি এমন প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।
বিজ্ঞাপন
চট্টগ্রাম রয়্যালস একাদশ: নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, মাহফিজুল ইসলাম রবিন, তানভির ইসলাম, শেখ মেহেদী (অধিনায়ক), আবু হায়দার রনি, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, মাসুদ গুরবাজ, মুকিদুল ইসলাম মুগ্ধ, মির্জা তাহির বেগ।
নোয়াখালী এক্সপ্রেস একাদশ: সৈকত আলী (অধিনায়ক), মাজ সাদাকাত, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, হায়দার আলী, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, জহির খান, ইহসানউল্লাহ, হাসান মাহমুদ ও মেহেদী হাসান রানা।


