back to top

বহিরাগতদের হামলায় জেমসের কনসার্ট পন্ড

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫ ১৮:২০

ফরিদপুরে বহিরাগতদের হামলার কারণে ব্যান্ড তারকা জেমসের একটি অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে।

ফরিদপুর জেলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার রাত ৯টার দিকে জেলা স্কুল চত্বরে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

আয়োজক কমিটির অভিযোগ, ‘বহিরাগতদের’ অনুষ্ঠানস্থলে ঢুকতে না দেওয়ায় তারা ইট পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখলের চেষ্টা করে। পরে জেলা স্কুলের শিক্ষার্থীদের প্রতিরোধে তারা সরে যেতে বাধ্য হয়।

রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শামীম বলেন, “ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে জেমসের অনুষ্ঠানটি বাতিল করা হলো।”

বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান বলেন, “জেমসের অনুষ্ঠানটি সফল করতে আমাদের সব প্রস্তুতি ছিল। কিন্তু কেন, কী কারণে, কারা হামলা করলো, বুঝতে পারলাম না।

“ইটের আঘাতে আমাদের জেলা স্কুলের কমপক্ষে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে।“