কক্সবাজারের রামু থানা পুলিশের এক বিশেষ অভিযানে জি-০৪ রাইফেলের ২ রাউন্ড বুলেটসহ ৬ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে রামুর খুনিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাইন বাগান এলাকায় এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।
তিনি জানান, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক হওয়া রোহিঙ্গার দল একটি সিএনজিচালিত ট্যাক্সি নিয়ে যাচ্ছিল।
খবর পেয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সিএনজি গাড়িটিকে আটক করা হয়।
আটক রোহিঙ্গাদের দেহ তল্লাশি করে মো. আলম (৩৫) নামের একজনের পকেট থেকে জি-০৪ রাইফেলের ০২ (দুই) রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।
সঙ্গে সঙ্গেই মো. আলমসহ ৬ রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি বহনের সঙ্গে জড়িত ছিল।
গ্রেপ্তারকৃত রোহিঙ্গারা হচ্ছেন- যথাক্রমে থাইনখালী ক্যাম্পের মো. আলম (৩৫), এফসিএন নং-২০৬৬১০, কুতুপালং ১ নম্বর ক্যাম্পের এনায়েতুর রহমান (২০), এফসিএন নং-১৫৩০৭৯, একই ক্যাম্পের নবী হোছন (৪৪), এফসিএন নং-১৫০৫১২, মো. রফিক (৩৭), এফসিএন নং-১৫৩৮৮৮, মো. আমিন (২৫), এফসিএন নং-৫০২৫৭৩ ও টেকনাফের পুরাতন লেদা ক্যাম্পের খায়ের হোছন (৩৭), এফসিএন নং-২৫৮৪৭৯।
পুলিশ এ ব্যাপারে রামু থানায় মামলা দায়ের করেছে।


