back to top

নাইক্ষ্যংছড়িতে প্রায় সাড়ে ১১ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোট‘সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে সাড়ে ১১টায় বান্দরবান পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মো. আবদুর রহমান।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গত বৃহস্পতিবার গভীররাতে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নে সীমান্তবর্তী ওয়াচ্ছাখালী সাকিনে জনৈক নূরুল ইসলামের দোকানের সামনে থেকে জাল টাকা হাতবদলের সময়ে পুলিশের অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করেছে।

এসময় পাচারকারী চক্রের কাছ থেকে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১ ইস্ট, ব্লকের বাসিন্দার হাবিব উল্লাহ (১৯), আলী জোহার (২৮) এবং কুতুপালং পশ্চিম পাড়ার বাসিন্দার মোঃ আবুল হাশেম (৩২)। এদের বিরুদ্ধে প্রথম দুজন রোহিঙ্গা সহোদর দুভাই। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, জাল নোট’সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এদের বিরুদ্ধে দুজন রোহিঙ্গা সহোদর ভাই। অন্যজন সিএনজি চালক।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এজাহারভূক্ত লোকমান হাকিম কালা পুতু (৩৪)। সে লেমুতলী দৌছড়ি ইউনিয়নের বাসিন্দার।

মামলাটি তদন্ত পূর্বক জাল টাকা টাকা কোথায় ছাপানো হচ্ছে দেশের ভিতরে নাকি বিদেশে সেটি খতিয়ে দেখা হচ্ছে।