back to top

শীতের সবজিতে ক্রেতার স্বস্তি

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:৪৬

নিজস্ব প্রতিবেদক : শীতের বাজারে শীতকালীন সবজির সরবরাহ প্রচুর। হাত বাড়ালেই মিলছে নানা জাতের সবজি

ফুলকপি বাঁধাকপি শিম আলু বেগুন মূলা করলা ব্রোকলি শালগম বিটসহ বিভিন্ন রকমারি সবজিতে ভরপুর শীতের বাজার। জাত আর মানভেদে শীতকালীন সবজির দাম ২০ টাকা থেকে শুরু করে ৬০ টাকার মধ্যে চলে এসেছে।

নগরীর বিভিন্ন বাজারে শিম ৩০ -৪০ টাকা কেজি (প্রকারভেদে)।বিচিওয়ালা শিমের দাম ৫০-৬০ টাকা। ফুলকপি ২০ টাকা বেগুন ৪০- ৫০ টাকা ও চিকন বেগুন ৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

বাজারে পটল ৬০ টাকা কেজি, করল্লা ৬০ টাকা, পেঁয়াজ পাতা ১০ টাকা আঁটিতে বিক্রি হচ্ছে।

এছাড়া কাঁচা মরিচ প্রতি কেজি ৫০- ৬০ টাকা, বরবটি ৬০-৮০ টাকা ও শালগম ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রোকলি সাইজ ভেদে প্রতি পিচ ৬০+৮০ টাকায় বিক্রি হচ্ছে।

গাজর ৪০ টাকা কেজি ও পেঁপে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

নতুন আলু ২০-৪০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়। তবে আকারভেদে আবার ১০০ টাকায় ৭-৮ কেজিও মিলছে। টমেটো ৫০-৭০ টাকা শালগম ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

বহদ্বহদ্দারহাট কা্ঁচাবাজারে আসা মো ইসমাইল বলেন, এখন বাজারে শাকসবজির অভাব নেই।মন চাইলে আপনি অনেক পদের সবজি কিনতে পারছেন।

বর্তমান পরিস্থিতিতে একমাত্র শাকসবজি ছাড়া আর কোনকিছু সস্তায় পাওয়া যাচ্ছে না। শীতকাল গেলে তো আবার বাজার চড়া হয়ে যাবে।

ইউডি