back to top

পতেঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৫ ০৮:০৫
নগরীর পতেঙ্গায় সড়ক দুর্ঘটনায় মো. সোহেল (৩৭) নামে এ যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগর রাত ২টার দিকে চরপাড়া আম্বিয়া পেট্রোল পাম্পের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।
মো. সোহেল ইপিজেড থানার দক্ষিণ হালিশহরেরে সেইলস কলোনী এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
পতেঙ্গা থানা উপ পরিদর্শক (এসআই) মো. লিটন জানান, সড়ক দুর্ঘটনায় এ যুবকের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে হাসপাতাল থেকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
ইউডি