back to top

জেলা আইনজীবী ফুটবলে শিরোপা জিতল “মিনিবার ওয়ারিয়র্স”

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৫ ১৪:১২

বার্ষিক আন্তঃ আইনজীবী ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এ ফুটবল শিরোপা জিতলো “মিনিবার ওয়ারিয়র্স”

আজ ২৮ ডিসেম্বর রোববার  চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত ‘বার্ষিক আন্তঃ আইনজীবী ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫’ ফুটবলের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রাম মেডিকেল কলেজ মাঠে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে ‘টিম কাচারী পাহাড়’-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘ মিনিবার ওয়ারিয়র্স’।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মো. মনজুর হোসেন।

ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি কাজী মোহাম্মদ সিরাজ, সহ-সভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুছ, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল জব্বার এবং সাংস্কৃতিক সম্পাদক আশরাফি বিনতে মোতালেব, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এহছান উল্লাহ মানিক, আছমা খানম, বিবি ফাতেমা ফেন্সি, হেলাল উদ্দিন, মেজবাহ উল আলম, মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী, মো. রুবায়েতুল করিম, মো. সাহেদ হোসেন, মোহাম্মদ মোরশেদ, রাহেলা গুলশান ডালিয়া ও সাজ্জাদ কামরুল হোসেনসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, “পেশাগত ব্যস্ততার মাঝে আইনজীবীদের মানসিক রিফ্রেশমেন্ট ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে এই ধরণের ক্রীড়া প্রতিযোগিতা অনন্য ভূমিকা রাখে।” আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ কার্য নির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

ইউডি