ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তাদের দাবিতে চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতুর প্রবেশমুখ অবরোধ করে রেখেছেন নেতাকর্মীরা। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে দুই শতাধিক নেতা-কর্মী নগরের বাকলিয়া এলাকায় সেতুর প্রবেশমুখে অবস্থান নেন।এসময় তারা জাতীয় পতাকা, হাদি হত্যার বিচার দাবিতে লেখা প্লেকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন।হাদির খুনিদের সবাইকে গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন তারা।বাকলিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, আন্দোলন উভয় পাশের গাড়ি চলাচল বন্ধ ছিল। এখন কক্সবাজারের দিকে গাড়ি চলাচল সীমিত আকারে চলছে। বিক্ষোভকারীদের সাথে আলোচনা করে সরিয়ে দেয়া হয়েছে ।অবরোধ কর্মসূচিতে বক্তারা বলেন, আজাদির লড়াইয়ে শহীদ হাদি একটি অনুপ্রেরণার নাম। বাংলাদেশকে আর কারও করদ রাজ্যে পরিণত করার সুযোগ দেওয়া হবে না। শহীদ হাদি যুগ যুগ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের পথ দেখিয়ে যাবেন।ইউডি