back to top

মাঝ আকাশে সংঘর্ষে ২ হেলিকপ্টার বিধ্বস্ত,পাইলট নিহত

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:৪৯

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে আকাশে মুখোমুখি সংঘর্ষে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হামোন্টন মিউনিসিপ্যাল এয়ারপোর্টের আকাশে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার দ্রুত ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনাটি আকাশে মুখোমুখি সংঘর্ষের কারণে ঘটে।

ঘটনাস্থলেই এক পাইলট মারা যান। অন্যজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র : এপি