বিপিএলের এবার আসরের নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় দিয়ে শুরু করলো রংপুর রাইডার্স। ৫ ওভার হাতে রেখেই চট্টগ্রাম রয়্যালসকে তারা হারিয়েছে ৭ উইকেটে।
সোমবার (২৯ ডিসেম্বর) আগে ব্যাট করতে নেমে মাত্র ১০২ রানে অলআউট হয় চট্টগ্রাম। জবাব দিতে নেমে ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রংপুর রাইডার্স।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন রংপুরের দুই ওপেনার লিটন কুমার দাস ও ডেভিড মালান।
দুজনের মারকুটে ব্যাটিংয়ে ভর করে পাওয়ার প্লেতে উইকেট না হারিয়ে ৪০ রান তোলে রংপুর।
এ ছাড়াও মাত্র ১১ ওভারেই ৮০ রানের কোটা পার করে রংপুর। ১২তম ওভারে মাহেদীর বলে ক্যাচ তুললেও তা তালুবদ্ধ করতে পারেনি।
কিন্তু পরের ওভারে মুকিদুলের প্রথম বলে পুল করতে গিয়ে আবার ক্যাচ তোলেন লিটন, এবার আর ভুল করেননি শেখ মাহেদী। ৩১ বলে ৪৭ রান করে ফেরেন লিটন।
তিন বল পরে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তাওহীদ হৃদয়। তবে অপর প্রান্ত থেকে ৪৫ বলে ফিফটি তুলে নেন মালান। তবে দল জয়ের দ্বারপ্রান্তে রেখে ৫১ রান করে সাজঘরে ফেরেন তিনি।
শেষ পর্যন্ত মাহমুদউল্লাহর ১ রান এবং খুশদিলের এক ছক্কায় ভর করে ৭ উইকেট এবং ৩০ বল হাতে থাকতেই জয় তুলে নেয় রংপুর রাইডার্স।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের, ইনিংসের পঞ্চম বলেই সাজঘরে ফেরেন ওপেনার অ্যাডম রিসিংটন। ২ বলে ১ করেন এই বিদেশি ব্যাটার। তবে মির্জা বাগকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন নাঈম শেখ।
কিন্তু ২০ বলে ৩৯ রান করে মোস্তাফিজের বলে বোল্ড আউট হন তিনি। এরপরই উইকেট মিছিল শুরু করে বাকিরা।
মাহমুদুল হাসান জয় (০), মাহফিজুল ইসলাম (১), মাসুম গুরবাজ (৯), মেহেদী হাসান (১) ও মির্জা বাগ ২৪ বলে ২০ রান করে আউট হলে মাত্র ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম।
এরপর শেখ মাহেদী (১), আবু হায়দার রনি (১৩) ও শরিফুল ইসলাম ৬ বলে ৬ রান করে আউট হলে ১৭ ওভার ৫ বলে ১০২ রানে অলআউট হয় চট্টগ্রাম।
রংপুরের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন ফাহিম আশরাফ। এ ছাড়াও মোস্তাফিজুর রহমান দুটি, নাহিদ রানা, আলিস ইসলাম ও সুফিয়ান মুকিম নেন একটি করে উইকেট।


