back to top

চট্টগ্রামে পাঁচ আসনে বিএনপির নাটকীয় পরিবর্তন

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫ ১৭:৩০

নির্বাচনী বৈতরণী পার হতে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ম্যাকানিজম চলছে। কেউ পাল্টাচ্ছেন দল,কেউ তৈরি করছেন নির্বাচনী জোট ।আবার কেউ  ভাঙছেন জোট । আবার কেউ চেষ্টা তদবিরে রাতারাতি পাল্টে ফেলছেন ভোল। এমন বহুমুখী হিসাবনিকাশে কনকনে শীতের মধ্যেও সরগরম  আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাঠ। এ হিসাবনিকাশে বিএনপির পরিবর্তন পরিকল্পনাও আলোচিত হয়ে উঠেছে।

দলীয় সূত্রে জানা গেছে , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারাদেশে ১৬টি আসনে প্রার্থী পরিবর্তন করে নিয়েছে । এক্ষেত্রে  প্রাথমিকভাবে ঘোষণায় যাদেরকে মনোনীত করা হয়েছিল তাদের অনেকেই বাদই পড়ে গেছেন।

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে  পাঁচটি আসনে নাটকীয় পরিবর্তন এনেছে দলটি । রাউজান (চট্টগ্রাম-৬) আসনে ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পরিবর্তে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। সম্প্রতি  সেখানে দুপক্ষের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদ স্থগিত করা হয় এবং গোলাম আকবরের নেতৃত্বাধীন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটিও ভেঙে দেওয়া হয়।

দেশে ফেরাা পরবর্তী তারেক  রহমানের সঙ্গে প্রার্থীদের সাম্প্রতিক মতবিনিময় সভাতেও গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে ডাকা হয়নি।

ওই আসনে নতুন মনোনয়ন পাওয়া গোলাম আকবর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।

চট্টগ্রাম-১৪ আসনটি আগে এলডিপির চেয়ারম্যান অলি আহমদের ছেলে ওমর ফারুকের জন্য ফাঁকা রাখা হলেও অলি আহমদের দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার পর সেখানে বিএনপি সাবেক উপজেলা চেয়ারম্যান জসিমউদ্দিনকে প্রার্থী করেছে।

চট্টগ্রাম-৪ আসনে কাজী সালাহউদ্দিনের পরিবর্তে চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

চট্টগ্রাম-১১ থেকে সরিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১০ আসনে প্রার্থী করা হয়েছে। চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন পেয়েছেন প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান।

এ ব্যাপারে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন , কেন্দ্র থেকে ৩০০ আসনের মনোনয়নই চূড়ান্ত। প্রতিদিন একাধিক পরিবর্তনের কারণে একসঙ্গে তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি।

ইউডি