দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপু সাড়ে ১২টায় রাজধানীর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি হবে বলে জানিয়েছেন দলের মিডিয়া পারসন শায়রুল কবির খান।
তিনি জানান, স্থায়ী কমিটির বৈঠক হবে জরুরিভাবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া।
দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান।
গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী।
এই রাজনীতিকের চলে যাওয়ায় রাজনীতির ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর।


