back to top

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ক্যাবের শোক প্রকাশ

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫ ০৯:৩০

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ক্যাব মনে করে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক এবং আপোসহীন রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল।

রাষ্ট্র পরিচালনা, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন এবং রাজনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের বলিষ্ট ভূমিকা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

ক্যাব মরহুমার রুহের মাগফিরাত কামনা করছে এবং মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছে—তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।