back to top

ভেজাল গুড়ে টফি-পোড়া তেলে জিলাপি, ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫ ১০:৪২

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার নগরের হালিশহর ছোট পুল এলাকায় চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে নিম্নমানের মরিচ, মসল্লা, গুড় ও পোড়া তৈল দিয়ে জিলাপি, চানাচুর, তিলের টফি, বাদামের টফিসহ বিভিন্ন শিশুখাদ্য তৈরি ও বিক্রির জন্য মজুদ রাখার দায়ে বাদশা ফুডস প্রোডাক্টস কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।