বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। খালেদা জিয়ার মৃত্যুতে ফেসবুক যেন শোক বই।
সাবেক এ প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানাচ্ছেন শোবিজের তারকারাও। খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
অভিনেত্রী জয়া আহসান তাঁর ফেসবুক স্ট্যাটাসে খালেদা জিয়ার বিদায়কে দেশের জন্য এক কঠিন সময়ের ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন।
তিনি লেখেন, “বেগম খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন। সামনে নির্বাচন আর গণতন্ত্রের জন্য মানুষ অপেক্ষা করছে। তাঁর উপস্থিতির মূল্যই ছিল অসামান্য।”
দেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করে জয়া আহসান আরও লেখেন, “সামরিক শাসনবিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম জিয়া ছিলেন প্রধান একটি চরিত্র—সাহসে ও নেতৃত্বে উজ্জ্বল।”
তিনি যোগ করেন, “তাঁর সঙ্গে দেশের দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের একটি অধ্যায় শেষ হলো। তাঁর আত্মা চির প্রশান্তি লাভ করুক।”


