মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শোকবই খোলার পর সরেজমিনে দেখা যায়, একে একে বিভিন্ন দেশের প্রতিনিধি আসছেন এবং শোক প্রকাশের পাশাপাশি খালেদা জিয়ার মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষরও করেছেন তারা।
এরই মধ্যে শোকবইয়ে স্বাক্ষর করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, পাকিস্তান, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড জার্মানি, ইরান, ওমান, আলজেরিয়া, কাতার, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনাই, ফিলিস্তিন, স্পেন, মরক্কো, ভুটান, ব্রাজিলসহ ২৮ দেশের প্রতিনিধি।
কূটনীতিকদের শোকবইয়ে স্বাক্ষর কার্যক্রম সমন্বয়ে আছেন বিএনপির যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক
শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, জেবা খান
ও ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন।
রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের বইয়ে স্বাক্ষর সমন্বয় করছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানানোর জন্য চেয়ারপারসন অফিসে শোকবই খোলা হয়েছে।
তিনি আরও জানান, শোকবইতে প্রথমে স্বাক্ষর করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
