সূত্র জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়া খালেদা জিয়ার শেষ বিদায় অনুষ্ঠান ও জানাজায় যোগ দিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভুটান ও মালদ্বীপ থেকেও মন্ত্রীরা ঢাকায় আসছেন।
এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ভোরে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।


