back to top

রাঙ্গুনিয়ায় মধ্যরাতে আগুন লেগে ৫ বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৬:১৩

চট্টগ্রামের ‎রাঙ্গুনিয়ায় মধ্যরাতে আগুন লেগে চারজনের মালিকানাধীন ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগাত রাত আড়াইটার দিকে উপজেলার ৪ নং বেতাগী ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন-মো. আবু তাহের, আবু মোহাম্মদ, মো. ইব্রাহিম, মো ইসমাঈল।

‎রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মো. জসিম উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পাঁচটি বসতঘর ভস্মীভূত হয়ে যায়।

এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ‎উদ্ধার হয়েছে অন্তত দশ লাখ টাকার মালামাল।