back to top

দুদকে রূপসা এমডি জাকির হোসেনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৭:৪৬

চট্টগ্রামের বেসরকারি উন্নয়ন সংস্থা রূপসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকির হোসেনের বিরুদ্ধে এক কোটি ৫৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতি মামলা করেছে দুদক

গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–২ এর উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এ মামলাটি দায়ের করেন।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর উপপরিচালক সুবেল আহমেদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়, রূপসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২০০৬ সাল থেকে দায়িত্বে ছিলেন জাকির হোসেন।

আয়কর নথিতে ব্যবসায়ী উল্লেখ করলেও তার নামীয় ব্যবসায়ের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

২০২৩-২৪ অর্থ বছরে ১ কোটি ১৯ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য দেন। এর বিপরীতে তার বৈধ আয় পাওয়া যায় ১৯ লাখ ৩১ হাজার টাকা। এ হিসেবে তার অবৈধ আয় ১ কোটি ৫৮ হাজার টাকা।

প্রসঙ্গত, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি গ্রাহকদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকিরসহ রূপসা গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে প্রায় ৩ লাখ গ্রাহকের কাছ থেকে তারা হাতিয়েছে ৪ হাজার কোটি টাকা। এরপরই তদন্তে নামে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর কার্যালয়।