back to top

চট্টগ্রামে বিদ্যুৎ কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৭:৫৩

চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপপরিচালক (অর্থ) ফজলে এলাহী ও তাঁর স্ত্রী ফেরদৌসী বেগমের বিরুদ্ধে ২১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের ঘটনায় মামলা করেছে দুদক

গতকাল মঙ্গলবার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি রেকর্ড করা হয়।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপসহকারী পরিচালক আবুল হাসান বাদী হয়ে মামলাটি করেন।

চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ এ তথ্য জানান।

মামলার এজহারে বলা হয়, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২০ লাখ ৭৯ হাজার ৭০ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখে অপরাধ করেছেন ফেরদৌসী বেগম। যা দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

অন্যদিকে, ফজলে এলাহি সরকারি চাকরিতে কর্মরত থাকা অবস্থায় অসৎ উদ্দেশ্যে অর্জিত অর্থ দিয়ে স্ত্রী ফেরদৌসীর নামে সম্পদ অর্জন ও ভোগদখলে রাখতে সহযোগিতা করে দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন।