back to top

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় রাউজানের যুবক নিহত

প্রকাশিত: ০১ জানুয়ারি, ২০২৬ ০৫:৩৭

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কড়িয়ার দীঘি পাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৯ বছর বয়সী রাউজানের এক যুবক নিহত হয়েছে।

গতকাল বুধবার রাতে হাটহাজারী পৌরসভার ফটিকাস্থ কড়িয়ার দীঘির পাড়ের প্যারেন্টস ফিলিং স্টেশন সংলগ্ন চট্টগ্রাম-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আরিফুল ইসলাম আদিল। সে রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের আব্দুল করিম মাস্টার বাড়ির আবু বক্করের ছেলে।

নিহতের প্রতিবেশী তসলিম জানান, আদিল এবং তার চাচাতো ভাই সামির হাটহাজারী বাজার থেকে ব্যাডমিন্টন খেলার র‌্যাকেট মেরামত করে রাউজানের নিজ বাড়িতে ফিরে আসার সময় তাদের বাইকের সামনে উল্টোপথে আসা একটি বাইকের সংঘর্ষ হয়।

এতে বাইক চালক আদিল গুরুতর আহত হয়। পরে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে পৌর সদরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আদিলকে মৃত ঘোষণা করেন এবং আহত সামিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।

রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ জানান, এ দুর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি।