back to top

কক্সবাজারে চাচাতো বোনকে কুপিয়ে হত্যা, ভাই আটক

প্রকাশিত: ০১ জানুয়ারি, ২০২৬ ০৯:৪৬

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় তুচ্ছ ঘটনার জের ধরে চাচাতো বড় বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরারছড়া জেলে পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই কালি চরণ দাশকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

নিহত নারীর নাম তাপসি দাশ (৪০)। তিনি কুমিরারছড়া জেলে পাড়ার বাসিন্দা প্রভাত দাশের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত তাপসি দাশের স্বামী পেশায় জেলে। তিনি মাছ ধরার উদ্দেশ্যে বর্তমানে গভীর সাগরে অবস্থান করছেন। অভিযুক্ত কালি চরণ দাশ তাঁর বোনের স্বামীর বাড়িতেই থাকতেন।

প্রায় ৯ বছর আগে কালি চরণ দাশ তাপসি দাশের আপন ছোট ভাই তপন দাশের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন।

দীর্ঘদিন পার হলেও সেই টাকা ফেরত না দেওয়ায় সম্প্রতি বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ ও বিরোধ সৃষ্টি হয়।

বৃহস্পতিবার দুপুরে ওই পুরনো ঋণের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কালি চরণ ঘরে থাকা বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাপসি দাশকে হত্যা করেন।

ঘটনার পরপরই অভিযুক্ত কালি চরণ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে ধাওয়া করে আটক করে এবং পুলিশের হাতে তুলে দেয়।

বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আটক কালি চরণ দাশের বিরুদ্ধে হত্যা মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।