চট্টগ্রামের পটিয়ায় চোরাইকৃত সিএনজিসহ মো. আলী (২৯) নামের চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটিয়া পৌরসদরের ২নং ওয়ার্ড থেকে বুধবার দুপুরে চুরি হওয়ার ১২ ঘন্টার মাথায় বাশঁখালীতে অভিযান পরিচালনা করে সিএনজিটি উদ্ধার ও চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পটিয়া থানা পুলিশ।
এব্যাপারে পটিয়া থানার মামলায় দায়ের করা হলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মো. আলীকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, বুধবার বেলা ১টায় পটিয়া পৌরসদরের ২নং ওয়ার্ড মুন্সেফ বাজারের পিছনে রাস্তার উপর থেকে অজ্ঞাতনামা চোরচক্র একটি সিএনজি অটোরিক্সা (যার নং- চট্টগ্রাম-থ-১৪-১৯৭৬) চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৬৫ হাজার টাকা।
এব্যাপারে সিএনজি অটোরিক্সার মালিক বাদী হয়ে পটিয়া থানায় ৩৭৯ ধারায় বুধবার রাতেই মামলা দায়ের করেন।
এরপর পটিয়া থানার এসআই আবদুল হান্নানের নেতৃত্বে একদল পুলিশ চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে সিএনজি অটোরিক্সা উদ্ধার করে। সাথে চোর চক্রের সদস্য মো. আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, বুধবার দুপুরে সিএনজি অটোরিক্সাটি চুরি করে রাতেই অভিযান চালায় পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিকে অভিযান চালিয়ে বাঁশখালীতে সিএনজিটি সনাক্ত করা হয়।
চোরচক্রের সদস্যকে আইনগত প্রক্রিয়া অনুস্মরণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ চক্রের সাথে অন্য কেউ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।


