back to top

সীমান্তে রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু

প্রকাশিত: ০২ জানুয়ারি, ২০২৬ ০৭:৪১

কুড়িগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুলিতে নিহত হয়েছেন। তিনি নিজের সার্ভিস রাইফেলের গুলিতে ‘আত্মহত্যা’ করেছেন বলে বিজিবির বরাতে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার মধ্যরাতে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের গংগাহাট সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত সদস্যের নাম নাসিম উদ্দিন। তিনি লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নে সিপাহী পদে কর্মরত ছিলেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি ও থানা সূত্রে জানা যায়, মারা যাওয়ার সময় তিনি গংগাহাট বর্ডার আউট পোস্টে (বিওপি) টহলরত ছিলেন। রাত পৌনে ১ টার দিকে বিওপির সৈনিক লাইনের পিছনে এমটি গ্যারেজের পাশে গুলির শব্দ পাওয়া যায়।

নিকটবর্তী টহলদল গুলির শব্দ পেয়ে গ্যারেজের পিছনে সিপাহী নাসির উদ্দিনকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে।

দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সিপাহী নাসির উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাত সাড়ে তিনটার দিকে হাসপাতালে যায় পুলিশ। নাসিম উদ্দিন নিজ রাইফেলের গুলিতে ‘আত্মহত্যা’ করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ ও বিজিবি।

তবে ঠিক কী কারণে তিনি ‘আত্মহত্যা’ করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান বলেন, ‘বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে-ওই সিপাহী নিজ সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করে থাকতে পারেন।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

এ ব্যাপারে বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তার নম্বরে টেলিফোন করে এবং মেসেজ দিলেও তিনি সাড়া দেননি। ফলে বিজিবির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।