চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিন পদে জনবল নিয়োগ দেয়া হচ্ছে ।
বৃহস্পতিবার ১ জানুয়ারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে ।
এতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রাজস্ব খাতোর অধীনে বিধি মোতাবেক শূন্য পদের বিপরীতে পে স্কেল ২০১৫ অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধাদিসহ প্রকৃত বাংলাদেশী নাগরিকদের মধ্য থেকে একজন পরীক্ষা নিয়ন্ত্রক, একজন প্রশাসনিক কর্মকর্তা , একজন সহকারী প্রকৌশলী নিয়োগ করা হবে।
আগামী ২২ জানুয়ারি আবেদনপত্র জমাদানের শেষ সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ ।


