back to top

অভিনেতা টমি লি’র মেয়ের মরদেহ মিলল হোটেলের ১৫ তলায়

প্রকাশিত: ০৩ জানুয়ারি, ২০২৬ ০৯:৫৪

বিশ্বখ্যাত অভিনেতা টমি লি জোন্সের ৩৪ বছর বয়সী মেয়ে ভিক্টোরিয়া জোন্সের রহস্যজনক মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি অভিজাত হোটেলের ১৫ তলা থেকে শুক্রবার (২ জানুয়ারি) ভোররাতে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে এক ব্যক্তি হোটেলের ১৫ তলায় ভিক্টোরিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

প্রথমে ধারণা করা হয়, তিনি অতিরিক্ত মদ্যপানের কারণে অসুস্থ হয়ে পড়েছেন।

খবর পেয়ে হোটেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে এবং দ্রুত অ্যাম্বুলেন্স ডাকে।

পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তবে তিনি ওই হোটেলে অতিথি হিসেবে অবস্থান করছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক তদন্তে ভিক্টোরিয়ার শরীরে কোনো আঘাতের চিহ্ন কিংবা আত্মহত্যার সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি।

তবে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ‘পিপল’ ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে, একটি অডিও বার্তার বরাতে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

যদিও ময়নাতদন্ত ও পূর্ণ তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

ভিক্টোরিয়া জোন্স ছিলেন টমি লি জোন্স ও তার সাবেক স্ত্রী কিম্বার্লিয়া ক্লাউলের কন্যা। বাবার পথ অনুসরণ করে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি।

‘মেন ইন ব্ল্যাক টু’, ‘দ্য থ্রি বারিয়ালস অব মেলকুইয়াডেস এস্ট্রাডা’সহ কয়েকটি চলচ্চিত্র এবং জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ওয়ান ট্রি হিল’-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন ভিক্টোরিয়া।