back to top

রাঙ্গুনিয়া আসনে ৯ প্রার্থীর মধ্যে মনোনয়ন বৈধ ৬,বাতিল ৩

প্রকাশিত: ০৩ জানুয়ারি, ২০২৬ ১০:৩৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।

তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী ও বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোনীত প্রার্থী এ টি এম রেজাউল করিমসহ ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যাচাই কার্যক্রমের দ্বিতীয় দিনে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্রগুলো যাচাই বাচাই শেষে বৈধ ঘোষণা দেন।

এ আসন থেকে মনোনয়ন বৈধ হওয়া বাকি চার প্রার্থী হলেন-জাতীয় পার্টির মো. মেহেদী রাসেদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইকবাল হাছান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল্লাহ আল হারুন ও খেলাফত মসলিসের মো. আবুল কালাম।

তাছাড়া এ আসন থেকে নির্বাচেনর জন্য ফরম নিয়ে মনোনয়ন বাতিল হয়েছে তিন প্রার্থীর। তারা হলেন-আমার বাংলাদেশ (এবি) পার্টির মো. আব্দুর রহমান, গণ অধিকার পরিষদের মো. বেলাল উদ্দিন ও বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির প্রমোদ বরণ বড়ুয়া।

এদের মধ্যে দলের মনোনয় সঠিক না থাকায় বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির প্রমোদ বরণ বড়ুয়ার, দলের মনোনয় সঠিক না থাকা এবং অঙ্গীকারনামা দাখিল না করায় গণ অধিকার পরিষদের মো. বেলাল উদ্দিন ও অঙ্গীকারনামা, সমর্থনকারীর স্বাক্ষর, আয়কর সংক্রান্ত তথ্য এবং ফরম ২০ ও ২১ না থাকার কারণে আমার বাংলাদেশ (এবি) পার্টির মো. আব্দুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়।