আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত প্রার্থী মোহাম্মদ এনামুল হক ও বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ ফরিদুল আলমসহ ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যাচাই কার্যক্রমের দ্বিতীয় দিনে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্রগুলো যাচাই বাচাই শেষে বৈধ ঘোষণা দেন।
এ আসন থেকে মনোনয়ন বৈধ হওয়া বাকি পাঁচ প্রার্থী হলেন-জাতীয় পার্টির ফরিদ আহম্মদ চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু, ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম বেলাল নুর, গণঅধিকার পরিষদের এমদাদুল হাসান ও ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ আবু তালেব হেলালী।
তাছাড়া এ আসন থেকে নির্বাচেনর জন্য ফরম নিয়ে মনোনয়ন বাতিল হয়েছে চার প্রার্থীর। তারা হলেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)র এম এয়াকুব আলী, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সাদাত আহমেদ ও মোহাম্মদ শাখওয়াত হোসাইন এবং জাতীয় পার্টির সিরাজুল ইসলাম চৌধুরী।
এদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)র এম এয়াকুব আলীকে ঋণখেলাপীর অভিযোগে এবং দলের মনোনয় সঠিক না থাকায় জাতীয় পার্টির সিরাজুল ইসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়।
তাছাড়া দ্বৈবচয়ন প্রক্রিয়ায় যাচাইকৃত ভোটারের এক শতাংশ ভোটারের সত্যতা না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সাদাত আহমেদ ও মোহাম্মদ শাখওয়াত হোসাইনের মনোনয়নপত্র বাতিল করা হয়।


