back to top

কলকাতা থেকে মুস্তাফিজ বাদ ইস্যুতে মদন লালের সমালোচনা

প্রকাশিত: ০৩ জানুয়ারি, ২০২৬ ১১:০৩
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেটার মদন লাল।
তার দাবি, বাহ্যিক চাপের মুখে নতিস্বীকার করেই বিসিসিআই কেকেআর-কে এই নির্দেশ দিয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আক্ষেপ করে বলেন, ক্রীড়াক্ষেত্রে রাজনীতির এমন অনুপ্রবেশ অত্যন্ত দুঃখজনক।

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক সহিংসতার জেরে কেকেআর ও এর মালিক শাহরুখ খানের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছিল।

এই প্রেক্ষাপটে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ‘সামগ্রিক পরিস্থিতি’ বিবেচনা করে মোস্তাফিজকে রিলিজ দেওয়ার নির্দেশ দেন।এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মদন লাল বলেন, ‘বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ কেউ তাদের চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে না, এমনকি শাহরুখ খানও নন। কিন্তু আমি বুঝতে পারছি না খেলাধুলায় কেন এত রাজনীতি ঢুকছে? খেলোয়াড়দের কেন আগুনের মুখে ঠেলে দেওয়া হচ্ছে?’সাবেক এই অলরাউন্ডার আরও বলেন, ‘বাংলাদেশে যা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক। কিন্তু খেলোয়াড়দের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা ঠিক নয়।

এখানে শাহরুখ খানেরই বা দোষ কোথায়? নিলামে একটি কমিটি বসে খেলোয়াড় নির্বাচন করে, সেখানে একজন মালিকের একক সিদ্ধান্ত থাকে না।’মদন লাল মনে করেন, বিসিসিআই এই সিদ্ধান্তটি স্বেচ্ছায় নেয়নি। তার ভাষায়, ‘আমি সরাসরি বলছি, এখানে নিশ্চিতভাবেই ওপরমহলের (High Command) বড় কোনো চাপ ছিল। সেই চাপের মুখেই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।